এসএসসির এক কেন্দ্রের ৩০ শিক্ষকের মোবাইল জব্ধ!
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০২,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এসএসসি পরীক্ষা চলাকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি কেন্দ্রের বিভিন্ন কক্ষে পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছ থেকে ৩০ টি মোবাইল ফোন জব্দ করেছেন নির্বাহী মেজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালীন এসব মোবাইল জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট তানজিলা তাসনিম।
উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্র সচিব জানান, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে প্রতিদিন শিক্ষকদের নির্দেশনা দেওয়া হলেও অনেক শিক্ষক এ নির্দেশনা অমান্য করে পরীক্ষা কক্ষে প্রবেশ করছেন। আজ বিষয়টি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি পরীক্ষা বিধি অনুয়ায়ী কেন্দ্রে পরীক্ষা গ্রহণে দায়িত্বরত ত্রিশ জন শিক্ষকের কাছ থেকে চালুরত অবস্থায় ৩০টি মোবাইল ফোন জব্দ করেন। তবে এ অপরাধে কোনও শিক্ষককে বহিঃষ্কার করা হয়নি বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কোনও শিক্ষক সাথে মোবাইল ফোন রাখতে পারবেন না বলে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা দেওয়া রয়েছে। এরপরও ওই কেন্দ্রে দায়িত্বরত মাত্র ৪/৫ জন শিক্ষক ছাড়া সকল শিক্ষক মোবাইল ফোন সচল রেখে পরীক্ষা নিচ্ছিলেন। এটা সরকারি নির্দেশনার লঙ্ঘন। আমরা শুধু তাদের (শিক্ষকদের) মোবাইল জব্দ করেছি। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে।’