বেতন নেয়া অনৈতিক, ট্রাইব্যুনাল ছাড়লেন ব্যারিস্টার সুমন!
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:৫০,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়ার কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়লেন প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ট্রাইব্যুনালে নিষ্ঠার সাথে সময় না দিয়ে রাষ্ট্রীয় কোষাঘার থেকে বেতন নেয়া অনৈতিক বলেও তিনি পদটি ছেড়ে দেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। এখন চিফ প্রসিকিউটর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেবেন।’
পদত্যাগপত্রে ব্যারিস্টার সুমন লিখেছেন, ২০১২ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগ দেওয়ার পর বিভিন্ন মামলা ‘অত্যন্ত নিষ্ঠার সঙ্গে’ পরিচালনা করেছি।
কিন্তু ইদানিং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না।
এমতাবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন নেওয়া আমি অনৈতিক বলে মনে করি। এ কারণে বর্তমান পদ থেকে আমি অব্যাহতি প্রার্থনা করছি।’
এই আট বছরে একাত্তরের যুদ্ধাপরাধের বেশ কিছু মামলায় প্রসিকিউশনের পক্ষে কাজ করেছেন সৈয়দ সায়েদুল হক সুমন। তার মধ্যে বাগেরহাটের শেখ সিরাজুল হক সিরাজ মাস্টার ওরফে ‘কসাই সিরাজ’এবং গাইবান্ধার আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ‘ঘোড়ামারা আজিজ’ এর যুদ্ধাপরাধ মামলার প্রসিকিউটর ছিলেন তিনি।