বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ‘গ্রন্থমেলা’র দর্শকরা!
প্রকাশিত হয়েছে : ১২:৫২:৩৭,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকায় চলমান একুশে গ্রন্থমেলায় স্থাপিত ‘গ্রামীণফোনের অস্থায়ী টাওয়ার’ ভেঙে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লিটলম্যাগ চত্বরের পেছনে বিসমিল্লাহ কাবাব নামের একটি দোকানের পাশে স্থাপন করা টাওয়ারটি ভেঙে পড়ে। মেলার দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান শাওন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী একজন জানান, সন্ধ্যার পর এই জায়গাটিতে লোকজনের ভিড় থাকে। বিকেলে লোকজন কম ছিল। হঠাৎ বিকট শব্দে টাওয়ারের ওপরের অংশ ভেঙে পড়ে। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান আগত দর্শক ও অতিথিরা।
বইমেলায় দায়িত্বরত ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম সুমন দেশ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তাৎক্ষণিক উপস্থিত হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, এটা গ্রামীণফোনের টাওয়ার। তবে কেউ হতাহত হয়নি।
টাওয়ারের নির্মাণের কাজের সঙ্গে যুক্ত সোহেল জানান, ওপরের দিকে ওভারলোড হওয়ায় টাওয়ারটি ভেঙে পড়েছে।