বিএসএফ’র হাতে নিহত ও নির্যাতিতদের ক্ষতিপূরণে রিট!
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫২,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধ এবং নিহত ও নির্যাতিত বাংলাদেশিদের জন্য যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে আদালতে রিট করেছেন এক আইনজীবী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) এই রিটটি করেন।
স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের ডিরেক্টর জেনারেলকে এই রিটে বিবাদী করা হয়েছে।
আগামী সপ্তাহে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
প্রসঙ্গত, সীমান্ত বিএসফের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা নতুন কিছু নয়। বহুল আলোচিত ফেলানী হত্যাসহ বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তবে গত দুই মাসে এ ধরনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমান্ত হত্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উদ্বেগও জানানো হয়।