হবিগঞ্জে বিক্রি হচ্ছে পিস পিস করা পদ্মার ‘কাটা ইলিশ’!
প্রকাশিত হয়েছে : ১১:২৯:০১,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬২০ বার পঠিত
হবিগঞ্জ থেকে সংবাদদাতা:: হবিগঞ্জের বিভিন্ন স্থানে একশ্রেণির মাছ বিক্রেতারা পিস পিস করা সামুদ্রিক মাছকে পদ্মার ‘কাটা ইলিশ’ বলে দেদারছে বিক্রি করছে।
মাত্র ২০০ টাকা কেজি হওয়ায় মানুষ প্রতিযোগিতা করে কিনছে এ ‘বাটা ইলিশ’। বর্তমানে বাজারে মাঝারি আকারের এক কেজি ইলিশ মাছ ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজারে পিস করা মাছ ‘কাটা ইলিশ’ বলে বিক্রি করছেন মাছ বিক্রেতারা। ক্রেতারাও এ সুযোগ হাতছাড়া না করে পানির দরে ইলিশ কিনছেন।
একজন ক্রেতা মাছ ক্রয় করে বলেন, কাটা হলেও দেখতে ইলিশের মতো। কিছুটা ঘ্রাণও পাওয়া যায়। দামও বেশ কম।
স্থানীয় এক বলেন, ‘কাটা ইলিশের’ দাম চান ৪০০ টাকা কেজি। কখনো কখনো ১০০ টাকা কেজি বিক্রি করেন। খেলে বুঝা যাবে, মাছটি কত সুস্বাদু।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।