গোলাপগঞ্জ চৌমুহনী ‘জঞ্জালমুক্ত’ করতে ফের উদ্যোগ!
প্রকাশিত হয়েছে : ১:২৫:৩৪,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১০৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ পৌর সদরের সবচেয়ে ব্যস্ততম এলাকা ‘গোলাপগঞ্জ চৌমুহনী’ ‘জঞ্জালমুক্ত’ করার ফের উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
পূর্ব সিলেটের ব্যস্ততম এ চৌমুহনী থেকে সকল অবৈধ স্থাপনা, যত্রতত গাড়ি পার্কিং ও মানুষ চলাচলের জন্য নির্মিত ফুটপাত দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারণে উপজেলা ও থানা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন মেয়র।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পৌরসভার আয়োজনে প্রশাসনসহ সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় জানানো হয় বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাজার কমিটিসহ সুশীল সমাজের উদ্যোগে অভিযান শুরু হবে।
এরপূর্বে মঙ্গলবার বিকেল থেকে বাজারে মাইকিং করবে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি। ঘোষণার পরও যারা তাদের অবৈধ স্থাপনা অপসারণ না করবেন, প্রশাসনের পক্ষ থেকে তা অপসারণ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গোলাপগঞ্জ চৌমুহনীকে জঞ্জালমুক্ত করতে এরপূর্বেও একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন সাবেক পৌর মেয়র মরহুম সিরাজুল জব্বার চৌধুরী।
তিনিও প্রশাসনসহ সকলেল সম্মিলিত প্রচেষ্টায় সফলও হয়েছিলেন। কিন্তু কিছু স্বার্থান্মেসি মহলের প্ররোচনায় সিরাজুল জব্বার চৌধুরী মারা যাওয়ার আগেই ফের দখল হয়ে যায় চৌমুহনী।
প্রায় দীর্ঘ তিন বছর পর আবার উদ্যোগ নেয়ায় বর্তমান মেয়রকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলেন, একটি ব্যস্ততম এলাকায় এভাবে অবৈধ স্থাপনা ও যেখানে সেখানে গাড়ি পার্কিং এখনই বন্ধ করা না গেলে, পরবর্তীতে তা আর সম্ভব পর নাও হতে পারে। এজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তারা।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে মতবিনিময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, টি আই দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বাহক ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সুশীল সমাজের পক্ষে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, নাগরিক কমিটির সভাপতি এস এম মালেক, পৌর কাউন্সিলর এম ফজলুর আলম, জালাল আহমদ জানাল, জবান আলী, আব্দুল জলিল, জহির উদ্দিন সেলিম,মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, সুফিয়া বেগম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হক, সাংবাদিক সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, এনামুল হক এনাম, ইউনুছ চৌধুরী, জাহেদুর রহমান জাহেদ, সিএনজি অটোরিকশা সমিতির সভাপতি মাখন মিয়য়, সাধারণ সম্পাদক পুতুল মিয়া, মাইক্রবাস লাইটেস্ট সমিতির সভাপতি লায়েক আহমদ, গোলাপগঞ্জ কাচা বাজার সমবায় সমিতির সভাপতি সেবুল আহমদ, সাধারণ সম্পাদক ময়নুল আহমদ, মাছ বাজার সমবায় সমিতির সভাপতি আজ্জাদ আলী, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য আফতাব আলী, দেলোয়ার হোসেন মাহমুদ, সেলিম আহমদ, মুহিবুর রহমান, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টুনু মিয়া, সেলিম আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনুসহ গোলাপগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।