সিলেটে অপহৃত যুবক উদ্ধার, আটক ৫
প্রকাশিত হয়েছে : ১২:৪০:২১,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট দক্ষিণ সুরমা থেকে অপহৃত যুবককে নগরীর জিন্দাবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী ৫ যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃত যুবকের নাম অর্জুন দেব নাথ (২৫)। সে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুড়াভূই গ্রামের মৃত হরিপদ দেবনাথের পুত্র।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা রেলস্টেশন এলাকা থেকে রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে অর্জুন দেব নামের এক যুবককে ধরে নিয়ে আসে অপহরণকারীরা। পরে তারা অর্জুনকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এবং তার স্বজনদের মোবাইলে কল দিয়ে চাঁদা দাবি করে। এমনকি তাকে শারীরিকভাবেও নির্যাতন করে সাথে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।
অপহরণকারীদের কল পেয়ে স্বজনরা বিষয়টি সিলেট মহানগর পুলিশের (এসমপি) দক্ষিণ সুরমা থানায় অবহিত করেন। পরে স্বজনদের মাধ্যমে টাকা দেয়ার কথা বলে পুলিশ তাদের মোবাইল ট্র্যাকিং করে এবং তাদেরকে ধরার ফাঁদ পাতে। অবশেষে জল্লারপার এলাকা তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের মৃত গোপাল দেবের ছেলে সজল দেব (২৫), সুনামগঞ্জের ধরমপাশা থানার সানবাড়ি গ্রামের প্রাণেশ মজুমদার ছেলে পার্থ প্রীতম মজুমদার (২৪), সিলেটের জকিগঞ্জের মরিচা গ্রামের মৃত গোলাম আহমদের ছেলে সুমন আহমদ (২৬), মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের রণধীর দাসের ছেলে রাজ দাস (২৬) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিমপুর গ্রামের গুরুচরণ দাসের ছেলে প্রীতম দাস (২৭)।
পরে আটককৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে সিলেট মহানগর পুলিশের (এসমপি) দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৩/২৬, তারিখ- ০৩/০২/২০২০খ্রি ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।