গোলাপগঞ্জ থানার ওসি পেলেন জেলার শ্রেষ্ঠ সম্মাননা
প্রকাশিত হয়েছে : ১২:০৭:১৫,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১৮৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আইনশৃংখলা বিষয়ক সার্বিক কর্মমূল্যায়ন করে গোলাপগঞ্জ মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজানকে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গোলাপগঞ্জ থানায় যোগদানের পর সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য রবিবার (২ ফেব্রুয়ারি) সিলেট পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায়, মিজানুর রহমান মিজানকে শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ঘোষণা দেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
এছাড়া, পুলিশ লাইনে ওসিদের মধ্যে অনুষ্ঠিত খেলায়ও প্রথম স্থান অধিকার করেন মিজান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও খেলায় প্রথম স্থান অধিকার করায় পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
সম্মাননা অর্জন করায় ওসি মিজানুর রহমান প্রথমেই মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে ‘আমাদের প্রতিদিন’কে বলেন, পুলিশ সুপার মহোদয়সহ উধ্বর্ন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনা এবং গোলাপগঞ্জবাসীর ভালোবাসাই আমার এ সফলতা। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, ডেঙ্গু, গুজব, খেলাধুলা, জনসেচতনাসহ আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপার মহোদয় যে গাইড লাইন দিতেন আমি তা পালন করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সবাইকে নিয়ে আগামীতেও গোলাপগঞ্জের আইন শৃঙ্খলা সুন্দর রাখতে চাই। যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে এবং এলাকাকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পারি।
গোলাপগঞ্জ মডেল থানাকে আগামীতেও সফলতার ছিঁড়ি বেয়ে উঠানোর জন্য তিনি তার উধ্বতন কর্তৃপক্ষ ও গোলাপগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, মিজানুর রহমান মিজান ২০১৯ সালের ১১ জুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি ঢাকা লালবাগ থানায় তদন্ত অফিসারের দায়িত্বে ছিলেন।
এর প্রায় ২ বছর পূর্বে তিনি গোলাপগঞ্জ থানায় উপ-পরিদর্শক এবং গোলাপগঞ্জ কুশিয়ারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে সুনামেরসাথে দায়িত্ব পালন করেন।