সিলেটের শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৪৬,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানটি সকাল ৯টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শামীমা আক্তার খানম ও সৈয়দা জোহ্রা আলাউদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালক (গ্রেড-১) পারভীন আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।