সিলেটের ৭ জন পেলেন প্রধানমন্ত্রীর অনুদান
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৩০,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে সিলেটের অসহায় রোগাক্রান্তদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত অনুদানের চেকগুলো হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
অনুদান প্রাপ্ত ৭ জন হচ্ছেন- বিশ্বনাথ উপজেলার রাজা গঞ্জ বাজারের মো.আব্দুর রহিম ৫০হাজার টাকা, বিয়ানীবাজার উপজেলা রামদা বাজারের হাফিজ মোহাম্মদ আব্দুল হক ৫০ হাজার টাকা, সিলেট সিটি কর্পোরেশনের চৌকিদেখী রংধনু আবাসিক এলাকার বাসিন্দা রবীন্দ্র দেব ৫০ হাজার টাকা, দক্ষিনা সুরমা মোগলাবাজার থানার দক্ষিন কুশিঘাট গ্রামের মো. গুলজার আহমদ জগলু ৫০ হাজার টাকা, দক্ষিন সুরমা হবিনন্দী দক্ষিন কুশিঘাটের মো. নিজাম উদ্দিন ইরান ৫০ হাজার টাকা, সিলেট স্টেশন রোড সাধুরবাজারের মো. আব্দুল মতিন ভূঁইয়া ৫০ হাজার টাকা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনছার মিয়া ৫০ হাজার টাকা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকট লুৎফুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক তিনি। গরীব ও অসহায় রোগাক্রান্ত মানুষদের পাশে সবসময় ছিলেন। চিকিৎসার জন্য অনুদান প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর মহতি উদ্যোগ। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিত সিনহার সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন, আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, জেলা পরিষদের সদস্য মো. শাহনুর, নুরুল ইসলাম ইছন, নজরুল হোসেন, সুয়েব আহমদ সায়্যিদ, বদরুল ইসলাম, মরশ্বীর আলী, আহমদ হোসেন প্রমুখ।