ভাই-বোনকে ফাঁসাতে নিজের সন্তানকে খুন!
প্রকাশিত হয়েছে : ৯:০০:১২,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫১৫ বার পঠিত
ঝালকাঠি থেকে সংবাদদাতা:: ভাই-বোনদের ফাঁসাতে ৩ মাস বয়সের নিজের শিশু কন্যাকে খুন করেছে এক পাষাণ্ড পিতা। পুলিশের জিজ্ঞাসাবাদে নিজ কন্যাকে হত্যার কথা স্বীকার করেছে পিতা। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন তিনি।
খুন হওয়ায় শিশুর নাম জান্নাতি আক্তার। পাষণ্ড ওই পিতার নাম কামাল সিকদার। ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজ শিশু সন্তানকে হত্যা করে পিতা কামাল সিকদার। পরে নিজেই ভাই ও বোনকে দায়ি করে থানায় অভিযোগ নিয়ে যান।
স্থানীয়ভাবে তদন্ত করে পুলিশ জানতে পারে, ভাই বোনকে ফাঁসাতে কামাল সিকদার নিজেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।
পরে বিকালে কামাল সিকদারকে আমুয়া বাজার থেকে আটক করে পুলিশ।
এ ঘটনায় জান্নাতির মা তানিয়া বেগম বাদী হয়ে স্বামী কামাল সিকদারকে আসামী করে সোমবার (৩ ফেব্রুয়ারি) কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজ শিশু কন্যাকে হত্যার কথা স্বীকার করে ঝালকাঠির কাঠালিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৮টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল সিকদারের সঙ্গে তার ভাই আফজাল সিকদার ও বোনদের মারামারি হয়। এ ঘটনার পরপরই ৩ মাসের শিশু জান্নাতি আক্তারকে খাটের খুঁটির সঙ্গে আঘাত করে। এতে জান্নাতি গুরুতর আহত হয়। আহত জান্নাতিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কামাল সিকদার শিশু সন্তান হত্যার দায়ে ভাই আফজাল, বোন নাসিমাসহ প্রতিপক্ষদের আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, জান্নাতির মা তানিয়া বেগম বাদী হয়ে স্বামী কামাল সিকদারকে আসামী করে সোমবার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ঘাতক পিতা কামাল সিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রতিপক্ষ ভাই-বোনদের ফাঁসাতে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে কামাল।