টরেন্টোতে গোলাগুলি, নিহত ৩
প্রকাশিত হয়েছে : ৪:১২:১৯,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কানাডার সবচেয়ে বড় শহর টরেন্টোতে গোলাগুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। খবর ‘বিবিসি’।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে টরেন্টোর উপকণ্ঠে এয়ারবিএনবি কোম্পানির ভাড়া দেওয়া একটি অ্যাপার্টমেন্ট এ গোলাগুলির ঘটনা ঘটে।
ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে টরেন্টো পুলিশ। এক বার্তায় টরেন্টো পুলিশ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে তখন অনুষ্ঠান চলছিল।
টরেন্টো পুলিশের প্রধান মার্ক সন্ডার্স বলেছেন, এই গোলাগুলির ঘটনায় নিহতরা বয়সে তরুণ। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এক বার্তায় টরেন্টোর মেয়র জন টোরি বলেছেন, এ ধরনের গোলাগুলির ঘটনা মোটেই কাম্য নয়। কেন এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে।
এ নিয়ে চলতি বছরে কানাডার টরেন্টোতে মোট নয়জন হত্যাকাণ্ডের শিকার হলেন। এর মধ্যে আটজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।