ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সমর্থন সৌদির!
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:১৫,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনার নিন্দা জানিয়েছে প্রায় সব মুসলিম দেশ। এমনকি ট্রাম্পের এই পরিকল্পনার সমালোচনা চলছে ইউরোপের বিভিন্ন অমুসলিম দেশেও। অথচ ট্রাম্পের এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল ইস্ট মনিটর জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি পরিকল্পনার সমর্থনে দাঁড়িয়েছে সৌদি আরব। বুধবার রিয়াদ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়ানোর কথা জানায়।
এ সম্পর্কে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিন ইস্যুতে সম্পূর্ণ সমাধানে আসার যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তার ওপর সমর্থন পুনর্ব্যক্ত করছে সৌদি আরব।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সম্পূর্ণ শান্তি পরিকল্পনার জন্য ট্রাম্প প্রশাসন যে প্রচেষ্টা চালিয়েছে তার ভূয়সী প্রশংসা করছে সৌদি। একই সঙ্গে ফিলিস্তিনিদের বৈধ অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে সেগুলো মাথায় রেখে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি আমরা।
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নাকি সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। সব আরব দেশ এবং আমরা আপনাদের সঙ্গে আছি।
সৌদি আরবের এমন ‘দু-মুখো’ আচরণের সমালোচনা করছেন অনেকে। অবশ্য এ ক্ষেত্রে মোহাম্মদ বিন সালমানের সমালোচনাই বেশি হচ্ছে।