পূর্ণাঙ্গ রায় প্রকাশ আগামী রবিবার
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৪০,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ৯৮৫ বার পঠিত
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার পূর্ণাঙ্গ রায় রবিবার (২২ জানুয়ারি) প্রকাশ করবেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। এরপর রায়ের আদেশের নকল বাদিপক্ষ ও আসামিদেরসহ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হবে।
রাষ্ট্রপক্ষের কৌশলী জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান।
অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নাসিকের বরখাস্তকৃত কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক উপ-অধিনায়ক মেজর (অব.) আরিফ হোসেন ও সাবেক ক্যাম্পইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এমএম রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। রবিবার সকালে একই আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আদালতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবেন।