কোচিংয়ে নিষেধ করায় শিক্ষককে মারধর, বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১:৫৮:৪৫,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে:: স্কুলের ক্লাস রুমে প্রাইভেট পড়াতে নিষেধ করায় শিক্ষককে মারধর করেছে এলাকার এক যুবক। শিক্ষকের উপর হামলাকারী যুবককে দুই পথচারী মারধর করায় তাদের আটক করেছে পুলিশ। এনিয়ে স্কুলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে নেক্কারজনক এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিদ্যালয়ের ক্লাস রুমে ছয়ঘড়িয়া গ্রামের মুহাম্মদ হিজবুল্ল্যাহ প্রতিনিয়ত শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদুল ইসলাম তাকে প্রাইভেট পড়াতে নিষেধ করেন। এরই জেরধরে ঘটনার দিন সকালে আমজাদুল ইসলামকে স্কুল যাওয়ার পথে হিজবুল্ল্যাহ মারপিট করে। পরে স্থানীয়রা এসে আমজাদুলকে উদ্ধার করে। সহকারি শিক্ষক আমজাদুল ইসলাম বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের প্রতি জুতা প্রদর্শন করতে দেখা গেছে।
এদিকে হিজবুল্ল্যাহকে পাল্টা মারপিট করার কারণে শাহীন মিয়া ও রায়হান মিয়া নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিজবুল্ল্যাহ ছয়ঘড়িয়া গ্রামের আলী রেজা মাস্টারের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, অন্যায় ভাবে আমার বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমজাদুল ইসলামকে মারপিট করা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোকলেছুর রহমান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।