সিলেটে যাত্রীবাহী বাস বন্ধের হুমকি!
প্রকাশিত হয়েছে : ১:০৪:১৭,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৬৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের বিআরটিসির বাস বন্ধ এবং নতুন করে কোন সড়কে বিআরটির বাস চালু হলে যাত্রীবাহী বাস বন্ধ করে দেয়ার হুমকি দিলো সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (১৫ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কাছে দেয়া স্মারকলিপিতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এমন হুমকি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট পরিবহন সেক্টরকে স্থিতিশীল রাখার স্বার্থে যততত্র ভাবে বি.আর.টি.সি গাড়ী চলাচল বন্ধ করতে হবে। আর নতুন কোন রুটে বি.আর.টি.সি গাড়ী চালু করা হলে আন্তঃজেলাসহ সিলেট জেলার সব রূটে গাড়ী চলাচল বন্ধ রাখতে বাধ্য হবেন পরিবহন মালিক শ্রমিকরা।
স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন, ক্ষেত্র বিশেষে অনেক রুটে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বি.আর.টি.সি বাস থাকার কারণে তাদের গাড়ি ১০/১২ দিন বন্ধ থাকতে হচ্ছে। এর ফলে কিস্তিতে ক্রয়কৃত গাড়ি নিয়ম মাফিক কিস্তি পরিশোধ করতে পারছে না। তাছাড়া বি.আর.টি.সি বাস সড়কের নিয়ম-নীতির বাহিরে চলাচল করছে। যা সিলেট জেলার পরিবহনকে অস্থিতিশীল করার নামান্তর।
স্মারকলিপিতে তারা আন্দোলনের হুমকি দিয়ে দাবি জানান, সিলেট পরিবহন সেক্টরকে স্থিতিশীল করতে যত্রতত্র বি.আর.টি.সি গাড়ির চলাচল বন্ধ করা দরকার।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর পলাশ, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-১৪১৮ এর সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম, আব্দুল মালিক সেকু, আব্দুর রকিব, জোয়াইফ প্রমুখ।