দুদুকের মামলায়ও গ্রেফতার ভয় কাটলো ইশরাকের!
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৫৪,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়ও গ্রেফতারের ভয় কাটলো।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, দুদকের করা মামলার আসামি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী কাজে কোনো বাধা নেই। আমাদের পক্ষ থেকে নির্দেশনা ছিল কোনো প্রার্থী বা তার পক্ষে যারা নির্বাচন পরিচালনা বা সমর্থন করবেন, তাদের যেন গ্রেফতার বা হয়রানি করা না হয়। কিন্তু ওনার বিরুদ্ধে যে মামলা সেটা পুরনো মামলা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে ইসি সচিব সাংবাদিকদের তিনি একথা বলেন।
মো. আলমগীর বলেন, তার (ইশরাক) বিরুদ্ধে এটা একটা দুর্নীতির মামলা। তবে বিষয়টি এ ধরনের না যে এখনই গ্রেফতার করতে হবে। মামলার বিষয়ে আদালতে শুনানি হয়েছে, এটা আমাদের বা পুলিশের পক্ষ থেকে নয়। আগামী ফেব্রুয়ারি মাসে একটি তারিখ ঠিক হয়েছে, তখন শুনানি দেবেন তারা। ফলে নির্বাচনের প্রচারণায় কোনো বাধা নেই।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে (ইশরাক) গ্রেফতার করা হচ্ছে না, এমনকি কোনো বাধার সৃষ্টিও করা হচ্ছে না। এটা প্রক্রিয়াগতভাবে হবে। তিনি নির্বাচন করবেন, প্রচারণাও করবেন। এটার কারণে তো নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা নেই।’-
এরআগে, গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন, ঢাকা সিটি নির্বাচনের আগে কোনো প্রার্থীর বিরুদ্ধে পুরনো মামলায় নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। ডিএসসিসি বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের আবেদনে রিটার্নি কর্মকর্তা এ ঘােষণা দিয়েছিলেন।