অস্ট্রেলিয়ার দাবানল ভয়াবহ, জরুরি সতর্কতা জারি!
প্রকাশিত হয়েছে : ৯:২৬:১৯,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৬২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অস্ট্রেলিয়ায় চলা তীব্র দাবানল আরো ভয়াবহ রূপ ধারন করায় দেশটির জনবহুল দক্ষিণ-পূর্বাঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) এই জরুরী সতর্কতা জারি করা হয়। দাবানলের আগুন নতুন করে আরো ছড়িয়ে পড়ায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারো তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে অঞ্চলটির বেশ কিছু শহর ও এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ‘আপনারা যদি বাসা-বাড়ি ছেড়ে যাওয়ার কোনো নির্দেশনা পান, তবে তাৎক্ষণিক তা করবেন। আপনাদের জীবনকে নিরাপদে এটাই একমাত্র উপায়। এই এলাকাগুলোতে অবস্থান করা বর্তমানে খুব ঝুঁকিপূর্ণ। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না।’
অস্ট্রেলিয়া সরকারের হিসাব অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এই ভয়াবহ দাবানলে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে ১০ দশমিক ৩ মিলিয়ন হেক্টরের (২৫ দশমিক ৫ মিলিয়ন একর) বেশি জমি, যার আয়তন প্রায় দক্ষিণ কোরিয়ার সমান। এছাড়া নিরবে মৃত্যু হয়েছে হয়েছে অন্তত ১০০ কোটি বন্যপ্রাণীর।
দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দাবানল হিসেবে এরইমধ্যে স্থান করে নিয়েছে এটি।
সূত্র: রয়টার্স