‘ঢাবি ক্যাম্পাসে শত শত মজনু অবাধে বিচরণ করছে’
প্রকাশিত হয়েছে : ৮:৪১:০১,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৭০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে ধর্ষক মজনুর মত শত শত মজনু অবাধে বিচরণ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
তিনি বলেন, আমাদের এই প্রাণপ্রিয় ক্যাম্পাসে শত শত মজনু অবাধে বিচরণ করছে। অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই মজনুদের কারণে ছাত্রীরা ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। অনেক ভবঘুরে মাদকাসক্তেরও বিচরণ এই ক্যাম্পাসে। তাই এই ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে। যাতে আর কোন নারী শিক্ষার্থী এ ধরণের হেনাস্তার শিকার না হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। করেন।
মানববন্ধনে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, আমাদের ছাত্রীকে যে ধর্ষণ করেছে সেই নরপিশাচের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা চাই ওই নরপিশাচের ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এবং তা দ্রুত তার সাথে কার্যকর করা হোক। যাতে আর কোন ধর্ষক এই ধরনের কাজ করতে সাহস না পায়।
অধ্যাপক আহসানুল হাদী বলেন, আমাদের ছাত্রীকের যদি নিরাপদ রাখতে হয়, তাহলে এই কুলাঙ্গারকে (মজনু) ফাঁসি দিতে হবে। যাতে আর কেউ এমন ঘটনার শিকার না হয়।