গোলাপগঞ্জের যুবক ত্রিনিদাদ ও টোবাগোয় খুন
প্রকাশিত হয়েছে : ৪:৪৯:২৫,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৯০৭ বার পঠিত
ইমরান আহমদ:: দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের প্রজাতান্ত্রিক রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোয় সন্ত্রাসী হামলায় সিলেটের গোলাপগঞ্জের এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম জামিল আহমদ (২৮)। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ পশ্চিম টিলা গ্রামের কুটু ময়নার পুত্র।
মঙ্গলবার (৭ জানুয়ারী) স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় ত্রিনিদাদ ও টোবাগোস্থ সিপারিয়ার একটি বাসা থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
জামিলের পারিবারিক সূত্রে জাান গেছে, জামিল ৩/৪ বছর থেকে সেখানে থাকেন। সেখানকার সিপারিয়ার একটি বাসায় থাকতেন। সেখানে তিনি ছোট কাটো একটি দোকান দিতেন।
ঘটনারদিন জামিলের কক্ষ থেকে পানি পড়তে দেখে ডাকতে থাকেন বাড়ির মালিক। কিন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি পুলিশের সহায়তা নেন। পুলিশ জামিলের ঘরের দরজা ভেঙে তার গলিত লাশ উদ্ধার করে। ঘরের মেঝের চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশ জানিয়েছে, জামিলের কাঁধে ও মুখে যখম রয়েছে।
একটি সূত্রে জাান গেছে, জামিলের মরদেহ এখনও কোন বাংলাদেশিকে দেখতে দেয়া হয়নি। বৃহস্পতিবার রাতে সেখানকার তার পরিচিতদের দেখানো হবে এবং দেশে আনার ব্যবস্থা করা হবে।
এদিকে, পুত্রের মৃত্যুর খবর পেয়ে মুছড়ে পড়েছেন জামিলের পিতা-মাতা। ফুলসাইন্দ গ্রামসহ লক্ষণাবন্দ ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তার পিতা-মাতাকে শান্তনা দিতে বাড়িতে ছুটে যাচ্ছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে কান্না জড়িত কন্ঠে ছেলের লাশটুকু দেশে আনার জন্য সরকারসহ সকলের সহযোগিতা কামনা করছেন জামিলের পিতা-মাতা।
বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় জামিলের পিত-মাতাকে সান্তনা দিতে তার বাড়িতে ছুটে যান গোলাপগঞ্জ উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ। তিনি তার পরিবারের খোজ খবর নেন এবং জামিলের লাশ দেশে আনার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তাঁর সাথে ব্রাজিল যুবলীগ নেতা উজ্জলসহ এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজ উপস্থিত ছিলেন।