মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে মমতার বিরুদ্ধে মামলা!
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৫৮,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জীকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। ভারতের শীর্ষ আদালতে এই মামলা করেছেন ভারাকি নামের এক সাংবাদিক।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার (৬ জানুয়ারী) মমতা ব্যানার্জীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন ভারাকি।
মমতাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার জন্য সুপ্রিম কোর্ট যেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে নির্দেশ দেয়, মামলায় সেই আবেদন জানানো হয়েছে।
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার মমতা ব্যানার্জী। গত ১৯ ডিসেম্বর এই বিষয়ে একটি জনসভায় তিনি বলেন- বিজেপির যদি সাহস থাকে, তাহলে জাতিসংঘের নজরদারিতে নাগরিকত্ব আইন নিয়ে গণভোট করে দেখাক। এই ভোটে বিজেপি হেরে গেলে সরকার থেকে সরে যেতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উদ্দেশে মমতা আরও বলেন, আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই যা খুশি করতে পারেন না। সবাইকে আপনারা ভয় দেখিয়ে রেখেছেন।
মমতার এই বক্তব্য ভারতীয় সংবিধানের বিরোধী বলে অভিযোগ করেছেন সাংবাদিক ভারাকি। তার আবেদনে বলা হয়েছে- মমতার এই বক্তব্যেই স্পষ্ট যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। যে শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, এই বক্তব্যের মাধ্যমে সেই শপথ তিনি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।