দেশ থেকে ‘মাদক’ নির্মূলে ‘বিয়ার’ চান সাবেক মন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:০৩,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৮০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মাদকের প্রভাব কমাতে দেশে বিয়ার সহজলভ্য করার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রী ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি দেশ থেকে মাদক নির্মূলে চান ‘বিয়ার’।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ৩০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনের উদাহরণ তুলে ধরে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘চীন একটি আফিমখোরের দেশ ছিল। আফিম খেয়ে চীনের লোকজন দিনের পর দিন ঘুমিয়ে থাকতো। সেখান থেকে মাও সেতুং টেনে নিয়ে চীনকে আজকে কোথায় নিয়ে গেছেন। আমরাও পারব মাদককে রুখে দিয়ে সোনার বাংলা গড়তে।’
তিনি বলেন, ‘মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের মতো বাংলাদেশেও ড্রিংক, বিয়ার সহজলভ্য করতে হবে। তাহলে মাদকের প্রভাব কমে যাবে।’