‘জেল বা ফাঁসি নয় জঙ্গিবাদ বন্ধে এখন থেকে মস্তিস্কে আঘাত’
প্রকাশিত হয়েছে : ৬:০৩:০০,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৬২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জরিমানা করে, হাজত খাটিয়ে বা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। জঙ্গিবাদ বা উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিস্কে। এখন মস্তিস্কে আঘাত হানতে চান বলে জানিয়েছেন, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ ও উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। আর এজন্য পরিবার, শিক্ষাব্যবস্থা, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, মসজিদের ইমাম, আলেমদের এগিয়ে আসতে হবে। এসবের কুফল সম্বন্ধে সঠিক ব্যাখ্যা দিতে হবে। তাহলেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে।
তিনি বলেন, সকল অপরাধ বন্ধ করতে তরুণদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।