আসছে পিতৃত্বকালীন ছুটি!
প্রকাশিত হয়েছে : ১১:৩৪:০২,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২৯৯৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মাতৃত্বকালীনের মতো সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে পিতৃত্বকালীন ছুটি। এনিয়ে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, সরকারি কর্মচারিরা যাতে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন। এজন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ছে। ভবিষ্যতে মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও দেওয়া যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হবে।
তিনি আরো বলেন, সন্তান ধারণ ও লালন-পালনের জন্য নারী কর্মীরা বেতন-ভাতাসহ বর্তমানে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। মায়েদের মতো বাবারাও ছয় মাস না হলেও ১৫ দিন বা এক মাসের পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিভিন্নভাবে আবেদন-নিবেদন করে আসছিলেন। এরই মধ্যে সরকারি কর্মীদের দেখভালের দায়িত্বে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে এ প্রতিশ্রুতি এলো।
সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ‘ভিশন গার্ডেন’র উদ্বোধন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে রোববার (২৯ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের তিনি এ সুসংবাদ দেন।