শহীদ পরিবারকে অপমান করা হয়েছে: মেনন
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৪১,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিতর্কিত রাজাকারের তালিকা দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারকে চরম অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, যেসব জেলা প্রশাসক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী, মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী ও মুক্তিযোদ্ধাদের রাজাকারের তালিকায় অন্তর্ভূক্ত করে পাঠিয়েছেন তাদের অব্যাহতি দিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি কেবল কর্তব্য অবহেলা নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি-না তাও খতিয়ে দেখা প্রয়োজন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন আরও বলেন, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যে কেলেঙ্কারি হয়েছে তার ধারাবাহিকতায় রাজাকারের তালিকা প্রণয়নেও এমন ঘটনা ঘটেছে।