সিলেট উন্নয়ন সংস্থার কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:২৯,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গরীব-অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে সিলেট উন্নয়ন সংস্থা।
সোমবার (১৬ ডিসেম্বর) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মো. আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদ খানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ রাজা, রোটারিয়ান শাহেদুর রহমান, এডভোকেট শহীদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি বাবুল আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, অর্থ সম্পাদক শফিউল আলম শফিক, সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস, প্রচার সম্পাদক শাহান আল মাহমুদ খান, সহ প্রচার সম্পাদক হাবিব উলাহ, সহ প্রকাশনা সম্পাদক আব্দুলাহ আল মামুন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পারভেজ আহমদ, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন, সদস্য আবু হুরায়রা জাবের চৌধুরী, সানী চৌধুরী প্রমুখ।