কানাইঘাটে বৃদ্ধকে খুন করে ঘরে তালা!
প্রকাশিত হয়েছে : ১১:২৭:২৫,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের কানাইঘাটে এক বৃদ্ধাকে খুন করে ঘরে তালাবদ্ধ করে রাখে আপন ছোট ভাই ও ভাতিজারা। নিহত বৃদ্ধ উপজেলার উমাগড় গ্রামের মৃত মৃত তুতা মিয়ার পুত্র ওলিউর রহমান (৬৫)। এ ঘটনায় নিহতের ছোট খলিলুর রহমান, তার স্ত্রী রহিমা বেগম ও পুত্র মামুন আহমদকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে পুত্রহীন ওলিউর রহমানের সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে তারই ছোট ভাই খলিলুর রহমান। এরই জের ধরে মঙ্গলবার জায়গার দলিল নিয়ে কথাকাটি হলে ছোট ভাই ও ভাতিজা মিলে তাকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখে।
নিহতের বড় মেয়ে শিরিন জানান, ‘বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা ও চাচাতো ভাই মিলে বাবাকে হত্যা করে ঘরে তালা দিয়ে রাখে। তালা খুলে তিনি ঘরে প্রবেশ করে লাশ পড়ে থাকতে দেখতে পান।’
স্থানীয়রা জানান, নিহত ওলিউর রহমান একজন কলা বিক্রেতা ছিলেন। তার তিন মেয়ে রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় নিহত ওলিউর রহমানের ভিটা বাড়ি উত্তর পাশে একখন্ড জমি আত্মসাত করার জন্য দীর্ঘদিন ধরে খলিলসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালিয়ে আসছিল।
সর্বশেষ মঙ্গলবার ওই জমির দলিল জোরপূর্বকভাবে নিহত ওলিউর রহমানের কাছ থেকে নেওয়ার জন্য খলিল ও তার পরিবারের লোকজন মারধর করে নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে নিহতের মেয়ে তালা খুলে বাবার লাশ দেখতে পায়।
কানাইঘাট থানার সার্কেলের এএসপি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।