জঙ্গিদের নিয়ে এনজিওরা কাজ করতে পারে: আইজিপি
প্রকাশিত হয়েছে : ১২:০২:৫২,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারি জানিয়েছেন, সাজাপ্রাপ্ত জঙ্গিরা কারাগারে সংশোধন হচ্ছে না। তাদের সংশোধনের জন্য এনজিওরা অনেক কাজ করতে পারে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯’ এর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা কারাগারে আছে। কারাগারে তাদের ডি-রেডিকালাইজড করা যাচ্ছে না।’
আইজিপি বলেন, ‘যারা জঙ্গিবাদের অভিযোগে কারাগারে যাচ্ছে এবং মুক্ত হয়ে ফিরে আসছে তাদের পুনর্বাসনের একটি পরিকল্পনা করতে হবে আমাদের। তারা আমাদেরই সমাজের সন্তান। তাদের মূল সমাজে ফিরিয়ে আনার প্রচেষ্টা থাকতে হবে।’
এ সময় জঙ্গিদের সুপথে ফেরানোর জন্য অনেক কাজ করার আছে বলেও মনে করেন পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেন, জঙ্গিদের নিয়ে এনজিওরা অনেক কাজ করতে পারে।
সংশ্লিষ্ট আরও সংবাদ
‘দেশের ৯০ ভাগ জঙ্গি ‘আহলে হাদিস’ মতবাদী’!
জঙ্গিবাদ বিরোধী সচেতনতার বিষয়ে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলার মসজিদগুলোর ইমামদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করতে বলেছি। এর ফলে যাদের জঙ্গিবাদের দিকে যাওয়ার ঝুঁকি রয়েছে, তারা ধর্মের সুষ্ঠু ব্যাখ্যা পেয়ে আর এ পথে ঝুঁকবেন না।’
ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘২০১৬ সালের পরে আমাদের দেশে বেশ কিছু অভিযান হয়েছে। আমরা জঙ্গিদের এনকাউন্টার করেছি, ধ্বংস করেছি বলেই এখন এর সুফল ভোগ করছি। কিন্তু বাইরে থেকে আমরা উগ্রবাদীদের চিহ্নিত করি, মামলা দেই, গ্রেপ্তার করে জেলে ঢোকাই। কিন্তু সেখানে গিয়ে তাদের সংশোধন হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘উগ্রবাদের মতো ধ্বংসাত্মক একটি বিষয় মোকাবিলা করার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব না। সমন্বিত প্রয়াসই উগ্রবাদিতা মোকাবেলা করতে পারে।’