লোকসভায় প্রকাশ্যে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়লেন ওয়াইসি!
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:১৪,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিলের কপি লোকসভায় সবার সম্মুখে ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তেহাদুল মুসলেমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। এ সময় তিনি বলেন, এই বিল দেশ ভাগ করার একটা ষড়যন্ত্র।
সোমবার (৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় নাকরিকত্ব বিল উত্তাপন করার সাথে সাথে তিনি প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলেন।
এর আগে বিলের ওপর শুনানিকালে ওয়াইসি বলেন, এই আইন দেশের সংবিধান পরিপন্থী। এর ফলে দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়ে যাবে আর মুসলমানরা হারাবে রাষ্ট্র।
তিনি বলেন, এই আইন ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করতে করা হচ্ছে। এভাবে মুসলমানদের রাষ্ট্রহীন করতে যেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার। এই বলে ওয়াইসি নাগরিকত্ব বিলের একটি কপি ছিঁড়ে ফেলেন।
এ সময় বিজেপি নেতারা বলেন ওয়াইসি’র এই কাজ সংসদকে অপমান করছে।