প্রধানমন্ত্রীরও জানা নেই এসআই লতিফের হাত কতটুকু!
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৩৪,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২২৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের এসআই আব্দুল লতিফের হাত কতটুকু লম্বা তা নাকি প্রধানমন্ত্রীরও জানা নেই। ক্ষমতাধর এই এসআইয়ের বিরুদ্ধে তিন ছাত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ইয়াবা দিয়ে জেলে ঢোকানোর হুমকি দেয়ার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রাহেলা বেগম (৪৫) নামের ভুক্তভোগী এক নারী। রাহেলা উপজেলা সদরের পাশ্ববর্তি জানাইয়া গ্রামের আশিক আলীর প্রথম স্ত্রী।
অভিযোগে রাহেলা বেগম বলেন, গত ৫ ডিসেম্বর রাহেলা বেগমের সতীন মনোয়ারা বেগমের (৪০) দেয়া একটি মিথ্যা অভিযোগ তদন্তে বাড়িতে গিয়ে এসআই আব্দুল লতিফ তার কলেজপড়ুয়া তিন মেয়েকে হুমকি দেন। এ সময় দারোগা লতিফ অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার তিন মেয়েকে ইয়াবা দিয়ে জেলে ঢোকানোর হুমকি দেন।
এ সময় আব্দুল লতিফ বলেন ‘তোদের মতো হাজারও বেহায়া মেয়েদের জেলে ঢুকিয়ে উচিত শিক্ষা দিয়েছি। আর আমার হাত কতটুকু লম্বা তোরা কেন প্রধানমন্ত্রীও জানেন না’
অভিযোগের বিষয়ে এসআই লতিফ বলেন, ‘মনোয়ারা বেগম তার সতীনের ছেলেমেয়েদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে তিনি তদন্তে গিয়ে আইনগতভাবে যা করতে হয় তা তিনি করেছেন।’
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ বলেন, ‘পুলিশ সুপার না থাকায় এই অভিযোগটি তিনিই দেখছেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এসআই আব্দুল লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।’