‘দেশের ৯০ ভাগ জঙ্গি ‘আহলে হাদিস’ মতবাদী’!
প্রকাশিত হয়েছে : ৯:১৫:৫০,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২২৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশে যেসব জঙ্গি আছে তাদের ৯০ ভাগই আহলে হাদিস মতবাদী বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘তাদের (জঙ্গিদের) একটা অংশ আমাদের কাফের বলে। তাদের বোঝানোর মতো ধর্মীয় জ্ঞান আমাদের নেই। এটার জন্য বিশেষ টিম তৈরি করে তাদের যদি বোঝাতে পারি তাহলে জঙ্গিবাদের মতাদর্শ কিছুটা কমবে।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে দুই দিনব্যাপী উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলন-২০১৯ এ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা ছিল শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অসচ্ছ্বল পরিবারের ছেলেরাই জঙ্গিবাদে ছড়ায়। তবে এখন আমাদের ধারণা পরিবর্তন হয়েছে। সচ্ছল পরিবার বা উচ্চশিক্ষিত সাধারণ পড়াশোনা থেকে আসা ছেলেরাই জঙ্গিবাদে জড়িয়েছে।’
‘যদি আর একটি হলি আর্টিজান হত তাহলে আমাদের সকল উন্নয়ন থমকে যেত। কেননা যারা জঙ্গিবাদ চায়। তারা দেশের উন্নয়ন চায় না।’-যোগ করেন তিনি।
জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা এমন মন্তব্য করে বৈশ্বিকভাবেই এই সমস্যা মোকাবেলা করতে হবে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আহলে হাদিস বলে চিনি। যেসমস্ত মুসলমান আহলে হাদিস বলে উগ্রবাদের দিকে ঝুঁকে যাচ্ছে; আমি মনে করি তাদের মূল টার্গেট করে নজর দেওয়া উচিত। যদি তা না পারি তাহলে আমাদের সন্তানদের বুঝিয়ে শুনিয়ে বেশিদিন জঙ্গিবাদ থেকে দূরে রাখতে পারব না। কারণ তাদেরকে বুঝিয়ে ভালো রাস্তায় আনার মতো ম্যাকানিজম আমাদের নেই বললেই চলে।’
‘জেল কর্তৃপক্ষ চেষ্টা করছে, কিন্তু তাদেরও সামর্থ্য সীমিত। আহলে হাদিসের একটা অংশ আমাদের কাফের বলে। তাদের বোঝানোর মতো ধর্মীয় জ্ঞান আমাদের নেই। এটার জন্য বিশেষ টিম তৈরি করে তাদের যদি বোঝাতে পারি তাহলে জঙ্গিবাদের মতাদর্শ কিছুটা কমবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে জঙ্গিমুক্ত দেশ তৈরি করতে পারব।’
আহলে হাদিস মতবাদিরা দেশে বড়ভাবে নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। এদের বুঝিয়ে আমরা ভালো পথে আনতে পারব। তাদেরকে বড় হুজুর দিয়ে বোঝাতে হবে। আমরা চাই আমাদের যে সুন্নি আলেম সমাজ আছেন তারা যেন আমাদের সঙ্গে কাজ করেন।’