শুধু আর্থিক নয় রাজনীতিতেও দুর্নীতি করছে সরকার: ফখরুল
প্রকাশিত হয়েছে : ১১:৪২:৩৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকার কেবল আর্থিক নয় রাজনৈতিকভাবেও দুর্নীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ ডিসেম্বর) জাসাসের পুর্নাঙ্গ কমিটিকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে সরকার। জনপ্রিয়তা যাচাই করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম।
এসময় তিনি আরও বলেন, চটকদার কথা বলে মিডিয়ার মাধ্যমে টিকে আছে সরকার। শুদ্ধি অভিযানের নামে চুনোপুটি ধরলেও এখনও রাঘব বোয়ালেরা আড়ালে আছে বলে মন্তব্য করেন ফখরুল।