‘পরিবহন সেক্টরে সংকট উত্তরণে নতুন আইন কার্যকরের বিকল্প নেই’
প্রকাশিত হয়েছে : ১১:২৮:০১,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়ন আটকে রাখা যাবে না বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের দীর্ঘদিনের দাবি ছিল বাস্তব সম্মত ও সময়োপযোগী সড়ক পরিবহন আইনের। আজ নিসচার সেই দাবি পূরণ হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, পরিবহন সেক্টর আমাকে তাদের প্রতিপক্ষ মনে করে। এটা খুবই হতাশাজনক। সময় থাকতে তারা কোনো ধরনের প্রস্তুতি নেয়নি। এমনকি গাড়ির লাইসেন্স, ফিটনেস এবং গাড়ি আকৃতি পরিবর্তনজনিত অনিয়ম ও ত্রুটিগুলো সংশোধনের দিকেও মনোযোগ দেয়নি। এমতাবস্থায় পরিবহন সেক্টরে চলমান সংকট উত্তরণে নতুন আইন কার্যকর করার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি ১১১টি সুপারিশ করেছে। এ আইন বাস্তবায়নের পথ নির্দেশনাও রয়েছে তাতে। সেখানে সিসিটিভি ক্যামেরায় আওয়তায় পুরো সড়ক ব্যবস্থাপনাকে নিয়ে আসার কথা বলা হয়েছে। কেউ আইন ভঙ্গ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। যারা অন্যায় করবে কেবল তাদেরই শাস্তির আওতায় আনতে হবে। হোক সে পরিবহন শ্রমিক কিংবা হোক সে পরিবহন মালিক, কারো চাপের মুখে কোনোভাবেই নতি স্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নিসচা আন্দোলনের চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে যদি কেউ এই আইন বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করে, ওই সব ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, ডিএমপির তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমীন।
এ সময় বক্তব্য রাখেন- নিসচার মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, নিসচার যুগ্ম মহাসচিব লিটন এরশাদ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাদেক হোসেন বাবুল প্রমুখ।