গোলাপগঞ্জের সেই নবজাতক শিশুটি ফিরলো মায়ের কোলে!
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৫১,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উধাও হওয়া নবজাতক শিশুটি ফিরলো গর্ভধারণী তার মায়ের কোলে। জন্মের পর মায়ের কোল হারালেও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিল ও প্রশাসনের সহযোগিতায় দুইদিন পর অবুঝ শিশুটি ফিরে পায় তার মায়ের কোল।
নবজাতক এ শিশুটির বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ দত্তরাইল চৌধুরীপাড়া গ্রামে। শিশুটি জন্মের আগেই নিখোঁজ রয়েছেন তার পিতা। আর তার মা দত্তরাইল চৌধুরীপাড়া গ্রামের খুশি রাণী মালাকার।
বুধবার (২৭ নভেম্বর) রাতে তার মায়ের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করেন সিসিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম।
জানাগেছে, সোমবার (২৫ নভেম্বর) সিলেট নগরীর বাদামবাগিচা, মজুমদারি এলাকায় নবজাতক শিশুটিকে ঘুরাঘুরি করছিলো ষাটোর্ধ এক বৃদ্ধা মহিলা। স্থানীয় কয়েকটি বাসায় শিশুটিকে রেখে যাওয়ার চেষ্টা করে মহিলা। পরদিন মঙ্গলাবার রাতেও দু’জন মহিলার কাছে শিশুটিকে রেখে যেতে চাইলে এলাকাবাসীর সন্দেহ হয়। তখন এলাকার লোকজন নবজাতকসহ ঐ মহিলাকে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে আসেন।
এরপর ঐ মহিলাকে শিশুটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে এক এক সময় এক এক কথা বলে। সে নিজের পরিচয়ও ঠিকমত দেয়নি। বাচ্চাটিকে কোথায় পেয়েছে জানতে চাইলেও সে ভিন্ন ভিন্ন কথা বলছে। তবে সে বলেছে বাচ্চাটিকে গোলাপগঞ্জের একটি হাসপাতাল থেকে নিয়ে এসেছে।
পরে কাউন্সিলর ফরহাদ চৌধুরী বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে অবগত করেন। সেই সাথে রহস্যময় ঐ মহিলা ও শিশুটিকে তিনি পৃথক বাসায় রাখার ব্যবস্থা করেন। এরপর পুলিশের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে বাচ্চাটির আসল মায়ের খোঁজ পাওয়া যায়।
কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, বিভিন্ন যায়গায় খোঁজ করে নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়। মুলত বাচ্চাটির বাবা নিখোঁজ আছেন। তাই মা বাচ্চাটিকে ঐ মহিলার হাতে তুলে দেয়। তবে এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং বাচ্চাটিকে তাদের কাছে নিয়ে গেছে।
বাচ্চাটির পরিবার খুঁজে পেতে তাকে সহযোগিতা করা সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।