খায়রুল কবিরের পর মেজর হাফিজও আটক!
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৩৪,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে হাইকোর্টের জাতীয়তাবাদীপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে জানায় তারা। তারা বলছেন, সুপ্রিম কোর্ট থেকে বার কাউন্সিলের পাশের গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
তবে পুলিশের দায়িত্বশীল কেউ বিএনপি নেতা হাফিজকে আটকের বিষয়টি স্বীকার করেননি।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।
তার স্ত্রী শিরিন সুলতানা বলেন, আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।
বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক।
এ ছাড়া বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গ্রেফতার হয়েছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।
ওই বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫শ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয় সেখানে।