একটি বইয়ের দাম ১০ কোটি টাকা!
প্রকাশিত হয়েছে : ১১:১৭:২৫,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স প্রকাশিত প্রথম কমিক্স বইটি নিলামে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে৷ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা।
অকশন হাউজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, ‘‘এটি ঐতিহাসিক কমিক বইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স’ প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল’ হয়ে ওঠে৷
‘‘প্রশ্নাতীতভাবে এটি সব মার্ভেল কমিক্সের দাদা, যা ছাড়া আজ আমরা আমাদের কমিক্স এবং ফিচার ফিল্মগুলোর চরিত্র এবং গল্প উপভোগ করি না৷”
মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে সে সময় খুব ভালো দর, অর্থাৎ, ১০ সেন্টে বিক্রি হয়েছিল। যা বাংলাদশি মুদ্রায় মাত্র ১০ টাকার সমান। নিলামে যা ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়৷
চিত্রনাট্যকার স্টান লি’র পরিচালনায় ১৯৬০-এর দশকে মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস জয় করে৷
‘অ্যামেজিং ফ্যান্টাসি # ১৫’, যেখানে স্পাইডারম্যান প্রথম প্রদর্শিত হয়েছিল৷ এটি নিলামে মার্ভেল কমিকের পিছে পড়ে দ্বিতীয় সর্বোচ্চ, অর্থাৎ, ২০১১ সালে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷
ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কমিক বইটি ১৯৩৮ সালে প্রকাশিত ‘অ্যাকশন কমিক্স’-এর প্রথম সংখ্যা৷ এই সংখ্যায় সুপারম্যানের আত্মপ্রকাশ ঘটে এবং যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ ২০১৪ সালে এটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷
প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স থেকে স্পাইডারম্যান, এক্স-ম্যান এবং দ্য অ্যাভেনজারসের মতো বই প্রকাশিত হয়েছে৷