বিআরটিএ’র দুর্বলতা, শিথিল হচ্ছে সড়ক পরিবহন আইন!
প্রকাশিত হয়েছে : ১:০৮:১২,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৯১২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুর্বলতার কারণে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।
এ সময় এই আইন বাস্তবায়নে নতুন করে চার সচিবের নেতৃত্বে চারটি উপকমিটি করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আগামী দুই মাসের মধ্যে সুপারিশ ও অ্যাকশন প্লানসহ প্রতিবেদন দাখিল করবে। পরে টাস্কফোর্স কমিটির সভায় তা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সড়কের নিরাপত্তা আনতে ১১১ সুপারিশ বাস্তবায়নে এই কমিটি করা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিশেষ করে বিআরটিএকে আরও শক্তিশালী করতে হবে। এখাতে বিশেষ নজর দেওয়া হয়েছে।