গৃহকর্মীর পর এবার মাঠে সতীর্থকে পেঠালেন শাহাদাৎ!
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:১৫,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ১৩২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রায় চার বছর পূর্বে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আলোচনায় এসেছিলেন একসময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা পেসার শাহাদাৎ হোসেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং প্রায় দুই মাস জেলও খেটেছিলেন তিনি।
এবার ক্রিকেট মাঠে সতীর্থকে পিটিয়ে আলোচনায় এসেছেন এই পেসার।
রবিবার (১৭ নভেম্বর) জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পিটিয়েছেন তিনি। এনসিলে শাহাদাৎ হোসেন খেলছেন ঢাকা বিভাগের হয়ে।
গত ১৬ নভেম্বর খুলনায় শুরু হয়েছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ। গতকাল (রবিবার) ঢাকা বিভাগ তখন ফিল্ডিং করছিল। আরাফাত সানি জুনিয়রকে শাহাদাৎ হোসেন বল শাইন করে দিতে বলেছিলেন। কিন্তু তাতে অনীহা প্রকাশ করেন সানি। এরপরই সানিকে চড়-থাপ্পড় মারতে থাকেন শাহাদাৎ। আম্পায়ার এবং মাঠে থাকা অন্য খেলোয়াড়রা সানিকে রক্ষা করেন।
এই ঘটনায় সাথে সাথেই শাহাদাৎ হোসেনকে মাঠ থেকে বের করে দেন আম্পায়াররা। তাকে এই ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। ফলে ১০ জন নিয়ে খেলছে ঢাকা বিভাগ।
উগ্র এই পেসারের জন্য অবশ্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে। কেননা আরাফাত সানি জুনিয়রকে লাঞ্ছিত করে তিনি ভেঙেছেন লেভেল ৪। যার শাস্তি ন্যূনতম ১ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা।
ম্যাচ রেফারি আখতার আহমেদ ওই দিন ঘটে যাওয়া অপ্রত্যাশিত এই ঘটনার প্রতিবেদন পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধানের কাছে।
টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু জানান, ম্যাচ রেফারির প্রতিবেদন অনুযায়ী লেভেল ৪ ভেঙেছে শাহাদাত। যার শাস্তি ১ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা। দেখি আমরা টেকনিক্যাল কমিটির মিটিংয়ে বসব। এরপর সিদ্ধান্ত জানাতে পারব।