এরশাদের ‘প্রেসিডেন্ট পার্কে’ মা বিদিশাকে চান এরিক!
প্রকাশিত হয়েছে : ২:০২:৫৫,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় বিদিশা ও পুত্র এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।
রবিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে ভিডিও পাঠান বিদিশা সিদ্দিক। সেই ভিডিওতে দেখা গেছে এরশাদ পুত্র এরিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্দেশ্য করে কথা বলছেন।
এরপর সোমবার (১৮ নভেম্বর) মা বিদিশাকে নিয়ে বাবার বাড়িতেই (বারিধারার প্রেসিডেন্ট পার্ক) থাকতে চান বলে জানিয়েছেন এরিক। এজন্য তিনি রাজধানীর গুলশান থানায় একটি জিডি করেছেন। জিডিতে চাচা জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের কর্তৃক নির্যাতন এবং বাড়িতে অবরুদ্ধ করে রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
এর আগে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্দেশ্য করে ভিডিও বার্তায় এরিক বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি এরিক বলছি। আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে খেতে দেয়া হতো না। ড্রাইভার আমার শরীরে হাত তুলেছে। আমার লিগ্যাল গার্ডিয়ান আমার চাচা জিএম কাদের না, আমার মা। সেক্ষেত্রে ওনার তো রাইট নেই এরকম টর্চার করা। মাকে আমি বাসায় নিয়ে এসেছি। এখন আমরা ভালো আছি। নিচে পুলিশরা ঝামেলা করছে। আমার বাড়ির লোকদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। আপনি একটু বলে দিন যেন পুলিশরা আমাদের ঝামেলা না করে।’