চট্টগ্রামে গ্যাস লাইন বিষ্ফোরণে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১২:২৭:২১,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৪৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চট্টগ্রামের পাথরঘাটায় একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ জেড এম শরীফ হোসেনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়ে তিনি বলেন, নিহতদের প্রত্যেকের পরিবার ২০ হাজার টাকা পাবে। আহতদের চিকিৎসা ব্যয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে বহন করবে।
এর আগে রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। নারী ও শিশুসহ সাত জন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এ সময় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীম উদ্দিন।
বিষয়টি নিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় প্রথমে ১২ জনকে চমেকে নিয়ে আসা হয়। এর মধ্যে ৭ জনকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন মহিলা ও এক শিশু রয়েছে।