‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ট্রেন দূর্ঘটনা’
প্রকাশিত হয়েছে : ২:১২:৪৯,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার কারণ হিসেবে ধারণা করছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রেল ভবনে রেল সচিব মোফাজ্জেল হোসেন বলেন, রেল লাইনের ত্রুটির কারণেই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে।
তিনি বলেন, দুপুর দুইটা পনেরো মিনিটে যখন ট্রেন উল্লাপাড়ায় ঢুকে তখন ইঞ্জিলসহ সামনের পাঁচ বা ছয়টি কোচ লাইনচ্যুত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাইনচ্যুত হতে পারে। যার কারণে ইঞ্জিন এবং সামনের একটি কোচে কিছুটা অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, রংপুরগামী রংপুর এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় তেলের ট্যাংক ফেটে আগুন লাগে। এ সময়, ইঞ্জিন, খাবার গাড়ি ও এসি কেবিন পুড়ে যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত পাঁচটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেলযোগাযোগ। উত্তরবঙ্গের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহতের ক্ষত শুকাতে না শুকাতেই আরও একটি দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। এতে ট্রেনের ইঞ্জিন ও আটটি বগি লাইনচ্যুত হয়েছে। সেই সঙ্গে চারটি বগিতে আগুন ধরে যায়। উল্লাপাড়া স্টেশনে পয়েন্টিং সিগন্যালের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।