‘বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিরোধী কেউ থাকতে পারবে না’
প্রকাশিত হয়েছে : ১২:০৮:২১,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মহান বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধবিরোধী বিতর্কিত ব্যক্তিরা অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এই কথা বলেন।
১৬ ডিসেম্বর সব ভবনে মন্ত্রিপরিষদের নির্দেশক্রমে জাতীয় পতাকা উত্তোলনে যথাযথ নিয়ম মেনে চলতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিভিন্ন জায়গায় যাঁরা পতাকা উত্তোলন করেন, রং যথেষ্ট মলিন থাকে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বর যে পতাকা তুলবে, তার সঠিক মাপ ও উজ্জ্বল রং থাকতে হবে। পুরোনো ছিঁড়ে যাওয়া পতাকা কেউ ওড়াতে পারবেন না।”
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে অনেক স্থানেই আলোকসজ্জা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস মাথায় রেখে ১৪ তারিখে কোনো আলোকসজ্জা সারা দেশে কেউ করতে পারবেন না। ১৪ ডিসেম্বরে যাতে কোনো আলোকসজ্জা না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবার নিরাপত্তা ব্যবস্থা করা হবে। বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা। ঢাকা-সাভার রোডে সিসিটিভি ক্যামেরা থাকবে, যাতে কেউ কোনো নাশকতা ঘটাতে না পারে। আর পুরো স্মৃতিসৌধ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ঢাকা থেকে সাভার পর্যন্ত কোনো তোরণ করতে দেব না।”
আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করলে সাত দিন আগেই স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।