জেলা পরিষদের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১:১৮:২৩,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৯ | সংবাদটি ২২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দারিদ্র্য নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পরিষদের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণের-সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সাঁটলিপিকার এ.কে.এম. কামরুজ্জামান মাসুমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম।
সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুষমা সুলতানা রুহি, মোহাম্মদ শাহানুর, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, মোহাম্মদ শামীম আহমদ, প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, সুষমা সুলতানা রুহি, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ আলম ও গীতা পাঠ করেন প্রশিক্ষণার্থী পদ্মা সিনহা প্রমুখ।