সিলেটের গোলাপগঞ্জে আনুষ্ঠানিক বই উৎসব এর উদ্ভোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ৩:২৬:২৬,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০১৭ | সংবাদটি ২৫৩৭ বার পঠিত
দস্তগীর খান ছামিন: পহেলা জানুয়ারী দেশ ব্যাপী বই উৎসবের পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থিদের হাতে বই বিতরণ করে বই উৎসব উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি সকালে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে, গোলাপগঞ্জ উপজেলা কমপেস্নক্সে কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল, রনকেলী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণ কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন। এছাড়াও দিন ব্যাপী বই বিতরণ উৎসবে গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল ও কলেজে পৌর মেয়র সিরাজুল জববার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, বরায়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরম্নল ইসলাম শোয়েব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, আতহারিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান।
এছাড়াও ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ ভাগ এস.ই উচ্চ বিদ্যালয়, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয়, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়, সলিমা খানম উচ্চ বিদ্যালয়, ফুলসাইন্দ বি.এল.হাই স্কুল সহ সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।