নিউ ইয়র্কে খোকার জানাযা সম্পন্ন, বৃহস্পতিবার আসছে মরদেহ
প্রকাশিত হয়েছে : ১০:২৮:২২,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মী, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাসহ যুক্তরাষ্ট্রে অবস্থিত সর্বস্তরে বাংলাদেশীরা অংশ নেন। জানাজা শেষে সাদেক হোসেন খোকাকে গার্ড অব অনার দেন মুক্তিযোদ্ধারা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাদেক হোসেন খোকার লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন পরিবারের সদস্যরা। এসময় পরিবারের সদস্যদের পাশাপাশি সাথে থাকবেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান প্রবাসী মার্কিন নেতাদের বরাত দিয়ে জানান, নিউইয়র্কে সাদেক হোসেন খোকার প্রথম জানাজায় আওয়ামী লীগ, বিএনপিসহ প্রবাসী বাঙালী ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধারা একাত্তরের গেরিলা বাহিনীর এই সদস্যকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
এদিকে সাদেক হোসেন খোকার লাশ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরবে বলে ইতোমধ্যেই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সেদিন সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খোকার লাশ ঢাকায় পৌঁছাবে। একইসাথে বৃহস্পতিবার তার পুরো পরিবার দেশে ফিরবেন।
দেশে এসে ঐদিনই বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হবে। সেখান থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত খোকার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানাবেন। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। সেখান থেকে তার নিজ জন্মস্থান রাজধানীর গোপীবাগ নেওয়া হবে মরদেহ। বিকেলে গোপীবাগ ও ধুপখোলা মাঠে খোকার আরও দুটি জানাজা হবে। তবে ওই জানাজার নির্দিষ্ট সময় তারা জানাতে পারেননি।
উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।