ভারতের বিপক্ষে প্রথম জয়ে টাইগারদের গাঙ্গুলীর অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১১:০৯:১৪,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ২৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাও আবার ভারতের মাটিতেই ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটির এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
দিল্লির দূষণের কারণে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জোরালো দাবি ওঠে। ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য দিল্লিতে ম্যাচ খেলায় কোনও সমস্যা নেই বলে পরিষ্কার করে বলা হয়। অন্যদিকে বাংলাদেশ দলকে মুখে পরিবেশ দূষণ রোধক মাস্ক পরে প্রস্তুতি সারতে দেখা যায়।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী শহরের দূষণ উপেক্ষা করে ম্যাচ খেলে দর্শকদের মনে রাখার মতো লড়াই উপহার দেয়ায় দুই দলকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
টুইটে বিসিসিআই সভাপতি সৌরভ লিখেছেন, ‘কঠিন পরিস্থিতিতে দুই দলকে খেলার জন্য ধন্যবাদ। টাইগারদের অভিনন্দন জানিয়ে প্রিন্স অব কলকাতা খ্যাত সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ’।