আল্টিমেটাম দেয়ায় সময় চাইলেন ইমরান খান!
প্রকাশিত হয়েছে : ১:২৯:১২,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৬৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগে দুই দিনের সময়সীমা বেঁধে দেয়ার পরিপ্রেক্ষিতে বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের কাছে সময় চেয়ে আবেদন করেছে ইমরান সরকার। আন্দোলনরতদের সঙ্গে আলোচনার জন্য গঠিত সরকারি কমিটি মাওলানা ফজলুর রহমানের কাছে এ সময় চেয়েছে। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।
শুক্রবার (১ নভেম্বর) রাতে লাখো জনতার অবস্থান থেকে পদত্যাগে ইমরান খানকে দুই দিনের সময় দিয়েছেন দেশটির বিরোধী দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।
তিনি আরো বলেন, ইমরান যদি এই সময়ের মধ্যে পদ থেকে সরে না দাঁড়ান, তবে ভিন্ন কৌশল নিতে আমরা বাধ্য হবো। এরপরে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।
এদিকে, পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, বিরোধীদের এমন কঠোর অবস্থানের কারণে অনেকটা নড়েচড়ে বসেছে ইমরান সরকার। মাওলানার এ ঘোষণার পরই ইসলামাবাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়। আগে থেকে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি ছোট রাস্তাগুলোও বন্ধ করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে আলোচনার জন্য গঠিত সরকারি কমিটি জরুরি বৈঠক করে।
বৈঠক থেকে বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন তারা। পিপলস পার্টির নেতাদের মাধ্যমে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মীমাংসায় যেতে যাচ্ছে ইমরান প্রশাসন।
নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই আজাদি মার্চের ডাক দিয়েছেন। গত সোমবার করাচি থেকে শুরু হওয়া এ আজাদি পদযাত্রা বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়। বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। লাখো জনতার বহর নিয়ে এদিন ইসলামাবাদে ঢুকেন মাওলানা ফজলুর রহমান।