গোলাপগঞ্জে ভাড়াটিয়া দিয়ে এলাকা থেকে টেক্স তুলছেন চেয়ারম্যান!
প্রকাশিত হয়েছে : ৫:০১:৪৪,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ২১২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের প্রতিটি বাড়ি থেকে ভাড়াটিয়া লোক দিয়ে অভিনব পন্থায় সরকারী টেক্স তুলছেন ইউপি চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল। ভাড়াটিয়া লোকদের দিয়ে জনগণের পকেট থেকে টেক্স আদায় করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়ার এমন খবরে ক্ষেপে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এনিয়ে টেক্স আদায়কারী ভাড়াটিয়া ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে পুলিশ চেয়ারম্যানের ভাড়াটিয়াদের আটক করেছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবারীবাজার ইউনিয়নের প্রতিটি বাড়ি থেকে টেক্স আদায় করতে চেয়ারম্যান মোস্তাব উদ্দিন সাতক্ষীরা থেকে ৬ জন লোককে চুক্তি করে ভাড়া করে আনেন। গত কয়েকদিন থেকে তারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বসবাস করে বাড়ি বাড়ি গিয়ে খাজনা প্রদানের নোটিশ দিচ্ছেন। নোটিশে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত সীলও রয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) টাকা আদায় করতে বিভিন্ন বাড়িতে গিয়ে নানাভাবে হয়রানী করে ঐ ভাড়াটিয়া লোকেরা। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া দিয়ে আটক করেন। আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ফাঁস করে দেয় মূল রহস্য। তারা জানায়, চেয়ারম্যান মোস্তাব উদ্দিন তাদের সাতক্ষীরা থেকে চুক্তি করে এখানে নিয়ে এসেছেন খাজনা আদায়ের জন্য। তাদের সাথে চুক্তি হয়েছে ২৫% তারা পাবে আর ৭৫% পাবেন চেয়ারম্যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি জানতে ইউপি চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামালের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে জানতে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান হোল্ডিং টেক্স আদায়ের জন্যই তাদের নিয়োগ দিয়েছেন। ইউএনও সাহেবের সাথে আলাপ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া লাগলে নেয়া হবে। টেক্স আদায়ে আদায়কারী ২৫% আর চেয়ারম্যান ৭৫% নিবেন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা তা স্বীকার করেছে।
আটক ভাড়াটিয়াদের নিয়ে যাচ্ছে পুলিশ—-