ভোলার ঘটনায় তদন্ত শুরু
প্রকাশিত হয়েছে : ১:২০:০০,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় গঠিত পুলিশের ৫ সদস্যর তদন্ত দল তাদের কাজ শুরু করেছেন।
রবিবার (২৭ অক্টোকর) ঘটনাস্থল ঈদগাহ মসজিদ পরিদর্শন করে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল তাদের তদন্ত কাজ শুরু করে।
এর আগে ঘটনার দিন ২০ অক্টোবর পুলিশ হেড কোয়ার্টার থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেড কোয়ার্টারের মোরশেদ আলম, এসবির হাফিজ শাহিন ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানায় পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি।
সহিংসতার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি জেলা প্রশাসন ও অপরটি পুলিশ প্রশাসনের তরফ থেকে। ইতোমধ্যে শনিবার (২৬ অক্টোবর) প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রসঙ্গত, মহানবীকে কটূক্তির প্রতিবাদে গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হন। পুলিশ সদস্যসহ আহত হন শতাধিক মানুষ।