সুনামগঞ্জের এমপি রতন ক্যাসিনোকাণ্ডে কী ফেঁসে যাচ্ছেন!
প্রকাশিত হয়েছে : ১:০৯:৪৯,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১০৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ইমিগ্রেশন পুলিশ সুপারের কাছে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ পাঠান।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন অনুসন্ধান চলাকালে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে নোটিশে বলা হয়েছে। এমন অবস্থায় তার বিদেশ যাওয়া ঠেকাতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে দুদক।
ক্যাসিনো-কাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
অভিযোগে বলা হয়েছে, ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। শিগগিরই তাকে তলব করা হতে পারে।
এর আগে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এদিকে, মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ-দুই আসনে সরকার দলীয় সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।